পানি কমিশন গঠনের দাবি ফরহাদ মজহারের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১৫: ৫৯

বিনা পয়সায় সুপেয় পানি পাওয়ার অধিকার আছে বলে জানিয়েছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, যারা সুপেয় পানি বিভিন্নভাবে নষ্ট করছে, এদের ক্রিমিনালের আওতায় ফেলে দিতে হবে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক গণসমাবেশে এ কথা বলেন তিনি। শহরের গরিব শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে, রাস্তার মোড়ে মোড়ে বিশুদ্ধ পানির দাবিতে যৌথভাবে এ গণসমাবেশের আয়োজন করে ভাববৈঠকি, জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর, গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ।

বিজ্ঞাপন

এসময় ফরহাদ মজহার বলেন, সরকার কিছু কিছু কাজ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তালবাহানা করছে। বাংলাদেশের উন্নয়ন নীতির গোড়ায় থাকবে পানি। পানি আমাদের জীবন রক্ষা করে। কোম্পানির হাতে পানির অধিকার তুলে দেওয়ার অধিকার সরকারের নাই। সরকারকে আমরা সহযোগিতা করব, যেন ঢাকা শহরের মানুষ বিনা পয়সায় সুপেয় পানি পায়। বিনা পয়সায় পানি পাওয়ার অধিকার শহরের জনগণের রয়েছে।

তিনি দাবি জানিয়ে বলেন, এই মুহূর্তে অবিলম্বে পানি কমিশন গঠন করতে হবে। সুপেয় পানির নিশ্চয়তার প্রদান করতে হবে। সুপেয় পানি প্রদানের মাধ্যমে এই সরকারকে প্রমাণ করতে হবে যে, তারা কোনো ফ্যাসিবাদের আওতায় পড়ে নাই।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে যে সরকার এসেছে ও আমরা যেমন করে মনে করেছিলাম, তেমন হয় নাই। গণঅভ্যুত্থানের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে। রাজনীতিতে আমাদের সীমাবদ্ধতা আছে, এটা আমরা বুঝি।

ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উদ্দেশে ফরহাদ মজহার বলেন, যারা কথায় কথায় ধর্মের কথা বলেন তারা যদি সত্যিকারের ইসলামিক রাজনীতি করতেন, তাহলে সুপেয় পানির ব্যাপারে কথা বলতেন। যে সরকার পানির অধিকার কোম্পানির কাছে ইজারা দেয়, এমন সরকার আমাদের দেশে দরকার নাই।

সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব মেজর (অব.) আহমেদ ফেরদৌস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম জনগণের দাবি দাওয়া নিয়ে কথা বলব। গরিব মানুষের অধিকার নিয়ে কেউ কথা বলে না। আগে দেখতাম ঢাকা শহরে মানুষের গোসল করার অনেক জায়গা ছিল, এখন নাই।

সিটি কর্পোরেশনের কাছে দাবি, অন্তত প্রত্যেক ওয়ার্ডের মোড়ে মোড়ে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করুন। পানি আমাদের জীবন বাঁচাতে সহায়তা হিসেবে কাজ করছে। আমাদের যে বাজেট, তাতে সুপেয় পানি বরাদ্দ দেওয়া বড় কোনো কাজ না। শুধু মন-মানসিকতার ব্যাপার।

গণসমাবেশে ভাববৈঠকি, জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর, গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চের নেতা-সমন্বয়করা উপস্থিত ছিলেন।

বিষয়:

পানিআইন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত