আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণতান্ত্রিক ছাত্রসংসদের জানে আলম অপু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
গণতান্ত্রিক ছাত্রসংসদের জানে আলম অপু গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গুলশানে সাবেক এমপির বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় শুক্রবার রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেপ্তার করেছে ডিবি।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ, ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও অপ্রাপ্তবয়স্ক একজনকে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। প্রাপ্তবয়স্ক ৪ আসামির রিমান্ড চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন