গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরের ওপর হামলার নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদসহ তিন দফা দাবিতে পল্টন মোড় অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় পল্টন, তোপখানা রোড ও মতিঝিল এবং গুলিস্তানের আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, বিকাল পাঁচটার দিকে নেতাকর্মীরা প্রথমে পানির ট্যাঙ্কির সামনে প্রতিবাদ সভা করেন। এরপর সাড়ে ৫ টার দিকে তিন দফা দাবিনিয়ে পল্টন মোড়ে এসে সড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের কর্মীরা। পরবর্তীতে তারা সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। অবরোধের কারণে পল্টন মোড় হয়ে যাতায়াতকারী রামপুরা, মহাখালী, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিলগামী সহ আশপাশের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। ও সরকারি - আধা সরকারি অফিস ছুটির পর যানবাহন আটকে যায়।
এ খবর পেয়ে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
পরবর্তীতে বিকাল সোয়া ৬ টা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হয়। ফলে যান চলাচল শুরু ও স্বাভাবিক হয়।

