আমার দেশ

মতিঝিলে স্বর্ণ ও মোটরসাইকেলসহ ৩ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
মতিঝিলে স্বর্ণ ও মোটরসাইকেলসহ ৩ জন গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল থানা এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া ১২ দশমিক ১৩ ভরি স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- তাওহীদ তালুকদার ওরফে মেহরাব (১৮), রাজীব হোসেন রানা (৪২) ও ইব্রাহীম (৩৫)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত ৩টার দিকে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, মতিঝিল এজিবি কলোনির আলামিন তালুকদার তার বাসায় বসবাসরত ভাগিনা তাওহীদ তালুকদার ওরফে মেহরাবকে কোথাও খুঁজে না পেয়ে গত ১৮ ফ্রেব্রুয়ারি. মতিঝিল থানায় একটি নিখোঁজ জিডি করেন। জিডির প্রেক্ষিতে মতিঝিল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৯ ফ্রেব্রুয়ারি কক্সবাজার থেকে একটি ১৫০ সিসির নতুন সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ তাওহীদ তালুকদারকে উদ্ধার করে। তাওহীদের নিকট নতুন মোটরসাইকেল দেখে টাকার উৎসের বিষয়ে সন্দেহ হলে আলামিন তালুকদার তার ঘরের আলমারি তল্লাশি করে দেখেন আলমারিতে রক্ষিত মোট ৩২ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ এক লাখ ষাট হাজার টাকা নেই। আলামিন তালুকদার বিষয়টি আঁচ করতে পেরে তার ভাগিনা তাওহীদসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে ২১ ফেব্রুয়ারি মতিঝিল থানায় একটি চুরির মামলা করেন।

মামলা হওয়ার পরপর এজিবি কলোনির বাসা থেকে তাওহীদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাওহীদকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে রাজীব হোসেন রানা ও ইব্রাহীমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ১২.১৩ ভরি গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাওহীদ স্বর্ণালংকার চুরি করে বিক্রি করে মোটরসাইকেল কেনার কথা স্বীকার করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন