দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত সড়ক ছাড়বেন না ইশরাক সমর্থকরা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫, ১১: ৫১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণের পাশাপাশি সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তারা দাবি পূরণ না হলে সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ১০টায় কাকরাইল মসজিদের সামনে বৃষ্টি উপেক্ষা অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ করতে দেখা যায়।

এর আগে বুধবার (২১ মে) দিন গড়িয়ে রাতভর সেখানে অবস্থান নিয়ে ছিলেন বিক্ষোভকারীরা। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

এদিকে, ইশরাক সমর্থকদের অবস্থানের কারণে উচ্চ আদালতের সামনে থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, ফলে আশপাশের সড়কেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

টানা অবস্থান কর্মসূচির কারণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় যাওয়ার রাস্তায়ও যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। বিএনপি সমর্থকরা যেন যমুনার সামনে যেতে না পারেন, এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ইশরাক সমর্থকেরা জানিয়েছেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে গত ১৪ মে থেকে তারা লাগাতার আন্দোলন করছেন। এ আন্দোলনের অংশ হিসেবে তারা নগরভবন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন, ফলে সেখানে নাগরিক সেবা এবং প্রশাসনিক কার্যক্রম সব বন্ধ রয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে ইশরাক হোসেনের সমর্থকদের একটি অংশ মিছিল নিয়ে উচ্চ আদালত তথা মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। পরে বেলা ১১টার দিকে সমর্থকদের আরেকটি অংশ কাকরাইল মসজিদের সামনের সড়ক তথা যমুনায় যাওয়ার সড়কে অবস্থান নেন। এরপর তারা সারারাত কাকরাইলে অবস্থান করে বিক্ষোভ করেন। সকাল ১০টার দিকে তাদের বিক্ষোভ অব্যাহত থাকতে দেখা গেছে।

এ সময় বিক্ষোভকারীরা ‘অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দাও, দিতে হবে’, ‘দফা এক দাবি এক, আসিফ-মাহফুজের পদত্যাগ’, ‘আসিফ ভূইয়ার কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীদের একজন ওয়ারী এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে বিএনপির সব স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা এ কর্মসূচিতে অবস্থান নিয়েছেন। দাবি আদায় না হলে কেউ রাজপথ ছাড়বে না।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার।

অন্যদিকে চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে ইশরাকের শপথ অনুষ্ঠান এখনও হয়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত