নাসার বাংলাদেশ পর্ব বিজয়ীদের হাতে বেসিসের পক্ষ থেকে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ২০: ৩১

বেসিস অডিটোরিয়ামে নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ পর্বের বিজয়ী ২৭ টি দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেসিস প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান এ পুরুষ্কার তুলে দেন।

এবারে টানা ১২তম বারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর পৃষ্ঠপোষকতায় বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ পর্বের আয়োজন করে। ৩-৪ অক্টোবর প্রথমবারের মতো ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। বিগত ১১ বছরে বিশ্বব্যাপী এই প্রতিযোগীতায় টানা তিনবারসহ সর্বমোট চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

এসময় উপস্থিত ছিলেন নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ পর্বের বিজয়ী ২৭ টি দলের বিজয়ী ও তাদের অবিভাবকবৃন্দ এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সদস্যরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

আমার দেশ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত