রাজধানীতে মালিকানা দ্বন্দ্বে যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৫: ২৬
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১৬: ২৪

রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ গ্রুপ আগুন দেয় বাসটিতে।

শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে শেওড়াপাড়ায় ২৬৬ নম্বর মেট্রোরেল পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কাফরুল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, দুই থেকে তিনজন ব্যক্তি হঠাৎ এসে বাসে থাকা সকল যাত্রীদের নামিয়ে দেয় এবং পরে বাসটিতে আগুন লাগিয়ে দেয়। এ সময় বাসটি মিরপুর থেকে আগারগাঁওয়ের দিকে যাচ্ছিল।

ওসি আরও বলেন, বাসের ‘চেকার’ নিয়োগকে কেন্দ্র করে চলমান বিরোধের জের ধরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নিয়ে অগ্নিসংযোগকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান—যাত্রীদের নামিয়ে দিয়ে ওই ব্যক্তিরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে বাসটির জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, আমরা জেনেছি কয়েকজন যুবক এসে বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত চলে যায়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বাসটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত