বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করায় টি কে গ্রুপের প্রতিবাদ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২২: ০১
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ২০

টি কে গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত অঙ্গ প্রতিষ্ঠান কর্ণফুলী স্টিল মিলস লিমিটেডকে (কেএসএমএল) নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যা উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও মিথ্যা অপপ্রচার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রকাশিত সংবাদটির মাধ্যমে কর্ণফুলী স্টিল মিলস এবং টি কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রকাশিত হয়েছে যা উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও মিথ্যা অপপ্রচার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাপটিভ পাওয়ার জেনারেশনের জন্য গ্যাসচালিত জেনারেটর ব্যবহারের অনুমোদনের পূর্ব শর্ত হিসেবে স্থানীয় বিদ্যুৎ বিভাগ থেকে অনাপত্তিপত্র (NOC) গ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে। সেই মোতাবেক কেএসএমএল এর আধুনিকায়ন ও সম্প্রসারণ করার লক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুত সংযোগের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করা হয়, উক্ত আবেদনের প্রেক্ষিতে স্মারক নং-২৭.১১.১৫০০.৭৪৫.৬২.০০০.২০.৪১৯ এর মাধ্যমে নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ-ফৌজদারহাট, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম থেকে অনাপত্তিপত্র (NOC) প্রদান করেন।

পরবর্তীতে উক্ত অনাপত্তিপত্রটির সঠিকতা যাচাই এর জন্য কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল) স্মারক নং-২৮.১৫.০০০০. ০০০.২৪৩.৩২.০০১২.২৪.৫৮, ২১ জুলাই ২০২৫ ইং এর মাধ্যমে নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ-ফৌজদারহাট’কে পত্র প্রেরণ করেন। কেজিডিসিএল কর্তৃক প্রেরিত পত্রের প্রেক্ষিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম স্মারক নং-২৭.১১.১৫০০.৭৪৫.৬২.০০০.২৫, ১০ আগস্ট ২০২৫ ইং এর মাধ্যমে কর্ণফুলী স্টিল মিলস লিমিটেড’কে প্রদত্ত অনাপত্তিপত্র (NOC) টি সঠিক আছে মর্মে মতামত প্রেরণ করেন।

কর্ণফুলী স্টিল মিলস লিমিটেড এ গ্যাস সংযোগ প্রদান করা হলে আধুনিকায়নকৃত মিলের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ হবে। বর্তমানে ক্যাপটিভ বিদ্যুৎ খাতে নতুন গ্যাস সংযোগের বিষয়টি কার্যকর হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।

বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে তা শুধু আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার হীন প্রচেষ্টা নয়, বরং জাতীয় শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে কাজ করার সমতুল্য।

আমরা দৃঢ়ভাবে জানাতে চাই, কর্ণফুলী স্টিল মিলস লিমিটেডের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের কোনো ভিত্তি নেই এবং আমাদের প্রতিষ্ঠান সকল আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে বহু বছর যাবৎ সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে।

আমরা বিভ্রান্তিকর, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত