বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকাকে হত্যা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৩: ২৬

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ছুরিকাঘাতে শ্যামলী (৩০) নামে এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় প্রেমিক সুজনকে (৪০) আটক করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে রেলস্টেশনের ৭নং প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক শ্যামলীকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শ্যামলীর গ্রামের বাড়ি নাটোর জেলায়। তিনি রাজধানীর আজিমপুরে বাস করতেন। ঘাতক প্রেমিক সুজনের গ্রামের বাড়ি পাবনায়।

ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, উপস্থিত জনতার সহায়তায় ঘটনাস্থল থেকে ঘাতককে আটক করা হয়। গুরুতর আহত অবস্থায় শ্যামলীকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ঢাকা রেলওয়ে থানায় এ বিষয়ে একটি হত্যা মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শ্যামলীর সঙ্গে সুজনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু শ্যামলী তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় এবং অন্যত্র প্রেমের সম্পর্ক আছে জানতে পেরে ক্ষোভে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। সুজন নিজ বাসা থেকে ধারালো একটি চাকু নিয়ে কমলাপুর আসে। বেড়ানোর কথা বলে কৌশলে রেলস্টেশনের নির্জন জায়গায় শ্যামলীকে ডেকে মুখমণ্ডল ও গলায় ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত