আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বনশ্রীতে নারী সাংবাদিককে মারধরের অভিযোগে তিনজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

বনশ্রীতে নারী সাংবাদিককে মারধরের অভিযোগে তিনজন গ্রেপ্তার

রাজধানীর বনশ্রী এলাকায় দৈনিক নিউ এজ পত্রিকার সাংবাদিক রাফিয়া তামান্নার ওপর হামলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বিজ্ঞাপন

বুধবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতরা হলেন- সোয়েব রহমান জিশান, রাইসুল ইসলাম ও কাউসার হোসেন।

র‍্যাব ৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া জানান, রাজধানীর রামপুরা এলাকায় যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপকভাবে চাঞ্চল্যকর সৃষ্টি করে।

বিষয়টি র‍্যাব-৩ এর নজরে এলে তাৎক্ষণিকভাবে ছায়া তদন্ত শুরু হয়। এ ঘটনায় রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা দায়ের করা হয়। গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানকে রাজধানীর রামপুরা থানার মেরাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রমনার বেইলি রোড এলাকা থেকে রাইসুল ইসলাম ও শ্যামপুর থানাধীন গেন্ডারিয়া এলাকা থেকে কাউসার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল বুধবার রাত পৌনে ৮টার দিকে সাংবাদিক রাফিয়া তামান্নার ওপর হামলার অভিযোগে ওই নারী সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাস দেন। রাতে তিনি রামপুরা থানায় জিসান নামে একজনকে আসামি করে মামলা করেন। এতে অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়।

রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ জানান, রাফিয়া তার ভাই ও আরও একজনকে নিয়ে একটি দোকানে জুস পান করতে যান। এ সময় ওই দোকানে তিন তরুণ উপস্থিত হন। রাফিয়ার দিকে তকিয়ে ছিলেন। এ নিয়ে সাংবাদিকের ভাইয়ের সাথে কথা কাটাকাটির জের ধরে ঘটনার সূত্রপাত হয়।

রাফিয়া তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘নিজের বাসার সামনে নিরাপদ না? আমাকে টিজ করার সময় আমার ভাই ছেলেগুলোর সামনে এসে দাঁড়ায়। উত্ত্যক্তের প্রতিবাদ করায় আমার ভাইকে মারা শুরু করল। ভাইকে উঠাতে গেলে সবুজ জামা পরিহিত ছেলেটা আমার চুলে হ্যাঁচকা টান দেয়। কালো গেঞ্জি পরিহিত ছেলেটা লাথি মারে। সম্ভবত এলাকার মাস্তানদের পালিত মাস্তান এরা।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন