রাওয়ায় বইমেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৮: ১৪

রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ১১তম রাওয়া বইমেলা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট অডিটোরিয়াম বইমেলা উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম।

বিজ্ঞাপন

তিনি বলেন, বই মানুষের জীবনকে আলোকিত করে। সবাইকে তিনি বই পড়ার আভাসের আহ্বান জানান। অনুষ্ঠানে রাওয়ার প্রেসিডেন্ট কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকসহ রাওয়ার নেতৃবৃন্দ।

রাওয়া সূত্রে জানা গেছে, আজ ৩০ অক্টোবর , ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর রাওয়ার হেলমেট অডিটোরিয়ামে বইমেলা চলবে। এই বইমেলার সময় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত । মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় দেশী ও বিদেশীর শীর্ষস্হানীয় প্রকাশনা প্রতিষ্ঠানের ৫৫টি স্টল থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত