তেজগাঁও সাতরাস্তা মোড়ে ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৯: ০২
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. আরমান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দারাজের কর্মী ছিলেন। সোমবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের বাবা মো. ইকরাম হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, আমার ছেলে সন্ধ্যায় সাতরাস্তা মোড়ে রাস্তা পারাপারের সময় ৩ থেকে ৪ যুবক তার কাছে পরিচয় জানতে চান। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে রাত সাড়ে ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত