রাজধানীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০১: ৩০

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় ইয়াসিন (৩০) নামে এক ব্যবসায়ী ছুরিকাঘাতে খুন হয়েছেন। রোববার রাতে কাজলা স্বপ্ন মার্কেট মায়ের দোয়া হোটেলের সামনে ঘটনা ঘটে।

চাঁদপুর সদর উপজেলার বাগাদি গ্রামের আবুল বাশারের ছেলে। বর্তমানে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় পরিবার নিয়ে থাকতো।

বিজ্ঞাপন

হাসপাতালে এসে নিহতের স্ত্রী শারমিন জানান, ইয়াসিনের খালাতো বোন জামাই আলামিন এর কাছে পাওনা ১০ হাজার টাকা চাইতে গেলে, কাজলা মায়ের দোয়া হোটেলের সামনে তাদের মধ্যে তর্কাতর্কি ঝগড়া হয়। এক পর্যায়ে ওই হোটেল থেকে বটি নিয়ে ইয়াসিন কে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাত সাড়ে এগারোটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত