রাজধানীর তুরাগ থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর অবশেষে বাসায় ফিরলেন জুলাইযোদ্ধা মাওলানা মামুনুর রশীদ। শুক্রবার জুমার নামাজের পর নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকার একটি মসজিদ থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
উদ্ধারকারীদের একজন মো. মতিউর মুন্না জানান, পূর্বাচলের ওই এলাকায় পাওয়ার পর সেখান থেকে উদ্ধার করে মসজিদে নিয়ে এরপর তারা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ মামুনকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে তাকে স্থানীয় তুরাগ থানায় আনা হয়। আইনি প্রক্রিয়া শেষ করে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি নিজ বাসায় ফিরে আসেন।
শুক্রবার রাতে তুরাগ থানাধীন কামারপাড়া হানিফ আলী মোড় এলাকার মামুনের বাসায় গিয়ে আমার দেশ প্রতিবেদক এ তথ্য নিশ্চিত করেন। তবে পরিবারের সঙ্গে সময় কাটানোর কারণে মামুনের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি বাসায় ফিরেছেন।
গত সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর তুরাগের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাওলানা মামুনুর রশীদ। তিনি তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে উত্তরার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। নিখোঁজ হওয়ার ঘটনায় সেদিনই তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তার স্ত্রী খাদিজা আক্তার।

