আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সরকার উৎখাতের ষড়যন্ত্র, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কারাগারে

আমার দেশ অনলাইন

সরকার উৎখাতের ষড়যন্ত্র, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কারাগারে

ঢাকার মিন্টো রোডে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় শনিবার একজন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, শনিবার গ্রেপ্তার ওই ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

গ্রেপ্তার ব্যক্তির কাছে থাকা দুইটি আইফোন বিশ্লেষণ করে পুলিশ 'বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য'পেয়েছে বলে খবরে বলা হয়েছে।

খবরে আরো বলা হয়েছে, ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট।

তিনি ছয়ই সেপ্টেম্বর বাংলাদেশে এসেছেন, এবং ইতিমধ্যে তিনি সরকারের উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তাদের সাথে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতৃবৃন্দ, ব্যবসায়ী মহলের সাথে গোপন বৈঠক করেন বলে জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...