৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৩: ৫২
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১৪: ০২

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণ, পিএসসির ‘স্বৈরাচারী আচরণ’ ও পরীক্ষার্থীদের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন একদল চাকরিপ্রার্থী।

বিজ্ঞাপন

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তারা এ বিক্ষোভ করেন।

লাগাতার কর্মসূচির অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে ‘লং মার্চ টু পিএসসি’ কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা পিএসসি কার্যালয়ের সামনে পৌঁছান। এ সময় সেখানে বিপুলসংখ্যক পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

47-BCS-2

আন্দোলনকারীরা জানান, গত ২৮ সেপ্টেম্বর ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরবর্তী লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে আগামী ২৭ নভেম্বর থেকে। ফলে প্রস্তুতির জন্য পরীক্ষার্থীরা মাত্র ৪০ থেকে ৪৬ দিন সময় পাচ্ছেন। অথচ এর আগে সাধারণত ৬ থেকে ১৪ মাস সময় দেওয়া হতো। তাই এবারের পরীক্ষার জন্যও তারা পর্যাপ্ত ও যৌক্তিক প্রস্তুতির সময় দাবি করছেন।

তারা আরো জানান, এই দাবিতে গত ২০ অক্টোবর পিএসসিতে স্মারকলিপি দেওয়া হয়। পরে গত বুধবার পিএসসির সামনে মিছিল করলে পুলিশ হামলা চালায়, এতে কয়েকজন পরীক্ষার্থী আহত হন। সেই ঘটনার প্রতিবাদ ও লিখিত পরীক্ষার সময় বাড়ানোর দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

তবে পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, বছরে অন্তত একটি বিসিএস সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে কমিশন কাজ করছে। তাই আগের মতো দীর্ঘ প্রস্তুতির সময় দেওয়া সম্ভব নয়। তাছাড়া লিখিত পরীক্ষার সময়সূচি প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণার সময়ই জানানো হয়েছিল।

পিএসসির কর্মকর্তারা মনে করছেন, কিছু পরীক্ষার্থী ও কোচিং বাণিজ্যিক মহলের সম্পৃক্ততায় এই আন্দোলন অযৌক্তিকভাবে উত্তপ্ত করা হচ্ছে। তবে পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে বলেও কমিশন জানিয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় পিআর অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন, সা. সম্পাদক আবু সাদাত

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলায় হাইমচরে ইউপি সদস্য গ্রেপ্তার

দুই উপদেষ্টার পদত্যাগ দাবি প্রাথমিক শিক্ষকদের

রংপুরে চিকিৎসার অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন

বিকেএসপিতে যুবদের আত্নরক্ষামূলক প্রশিক্ষণ উদ্বোধন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত