আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর

আমার দেশ অনলাইন

মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর

যানজটের নগরী ঢাকায় জনগণের যাতায়াতকে সহজ করে দিয়েছে মেট্রোরেল। লাইনে দাঁড়ানো এড়াতে মেট্রোরেলের নিয়মিত যাত্রীরা ব্যবহার করে থাকেন র‍্যাপিড পাস বা এমআরটি পাস কার্ড।

এর আগে এই কার্ড রিচার্জ করতে স্টেশনের নির্ধারিত কাউন্টারে দীর্ঘসময় লাইনে দাঁড়াতে হতো। কিন্তু এখন আর স্টেশনে না গিয়েই অনলাইনে কার্ড রিচার্জ করার সুবিধা চালু হয়েছে। ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এখন খুব সহজেই রিচার্জ করা যাবে।

বিজ্ঞাপন

বিকাশে রিচার্জের পদ্ধতি

বিকাশ অ্যাপে ঢুকে সাজেশন সেকশন থেকে ‘মেট্রোরেল’ নির্বাচন করতে হবে।

এরপর মোবাইলে https://www.rapidpass.com.bd/ ওয়েবসাইট খুলবে।

নতুন হলে ‘নিবন্ধন’ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ ও ওটিপি দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। একবার নিবন্ধিত হলে পরবর্তী বার মোবাইল নম্বর বা ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে।

‘রিচার্জ’ অপশনে গিয়ে র‍্যাপিড পাস বা এমআরটি পাস কার্ড নির্বাচন করে টাকা উল্লেখ করুন। ‘পে উইথ বিকাশ’ বাটনে ক্লিক করে বিকাশ নম্বর দিয়ে নিশ্চিত করুন, ভেরিফিকেশন কোড ও পিন প্রদান করুন। রিচার্জ সফল হলে মোবাইলে এসএমএস দিয়ে নিশ্চিতকরণ বার্তা আসবে।

রিচার্জ সীমা ও ক্যাশব্যাক

অনলাইনে সর্বনিম্ন রিচার্জ ১০০ টাকা, সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত। বিকাশ ব্যবহার করলে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।

নগদ, রকেট ও ক্রেডিট কার্ডে রিচার্জ

বিকাশের পাশাপাশি নগদ, রকেট ও ক্রেডিট কার্ড ব্যবহার করেও অনলাইনে রিচার্জ করা যাবে। এজন্য https://www.rapidpass.com.bd/ ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুসরণ করতে হবে।

অনলাইনে রিচার্জের শর্ত

কার্ড এভিএম মেশিনে স্পর্শ করার আগে রিচার্জ ‘পেন্ডিং’ হিসেবে থাকবে। একবারে শুধুমাত্র একটি পেন্ডিং অনলাইন রিচার্জ থাকতে পারে। আগেরটি শেষ না হলে নতুন রিচার্জ করা যাবে না।

ব্ল্যাকলিস্টেড, রিফান্ডেড বা অবৈধ কার্ড রিচার্জ করা যাবে না। ব্যবহারকারী চাইলে রিচার্জের ৭ দিনের মধ্যে বাতিলের অনুরোধ করতে পারেন, তবে ৫% সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে।

ব্ল্যাকলিস্টে থাকা কার্ডের পেন্ডিং ট্রানজেকশনের ক্ষেত্রে রিফান্ডের সুযোগ আছে, তবে ৫% সার্ভিস চার্জ কেটে নেওয়া হয়। বর্তমানে রিফান্ড কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন