আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চকবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

স্টাফ রিপোর্টার
চকবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তরুণের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারে বাককুশা বাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম মোরশেদ আলম তানিম (১৮)। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ১০২নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এর আগে গতকাল মঙ্গলবার (১ জুলাই) রাতে তানিমকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহত তানিম লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার উত্তর সোনাপুর গ্রামের ফিরোজ আলমের ছেলে।

নিহতের মামা তারেক হোসেন বলেন, ‘আমরা জানতে পারি রাতে চকবাজারের বাককুশা বাজারের সামনে আমার ভাগিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১০২নং ওয়ার্ডে ভর্তি দেন। পরে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সে মারা যায়। কে বা কারা আমার ভাগিনাকে ছুরিকাঘাত করেছে এ বিষয়টি আমরা জানতে পারিনি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন