মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পূর্ব গেইট সম্মুখস্থ ময়দানে আগামী শনিবার (২৯ নভেম্বর) কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিক্বতের ঐতিহাসিক এশায়াত সম্মেলন অনুষ্ঠিত হবে।
বেলা ৩ টা হতে অনুষ্ঠিতব্য এই ঐতিহাসিক এশায়াত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে তাশরিফ আনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।
আয়োজক কমিটি এই সম্মেলনে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত জানিয়েছে।

