আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

আমার দেশ অনলাইন

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
ফাইল ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

রোববার রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাসার সামনে হঠাৎ শব্দ হওয়ার পর তিনি বাইরে এসে বিষয়টি নিশ্চিত হন। তর বাসার সিসি ক্যামেরায় দেখা গেছে দুজন ব্যক্তি এসে দুইটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দুর্বৃত্ত দ্রুত এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়। শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছায়। তারা জানায়, বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য যাচাই করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজও চলছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানেও কেউ আহত হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন