ধানমন্ডির তাকওয়া মসজিদে পশুর চামড়া বিক্রি রেকর্ড দামে

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১০: ০৯
আপডেট : ১২ জুন ২০২৫, ১০: ০৯

এবছরের ধানমন্ডির ঐতিহ্যবাহী তাকওয়া মসজিদের সংগ্রহ করা কোরবানির পশুর চামড়া স্থানীয় টেন্ডারে রেকর্ড দামে বিক্রি হয়েছে। গরুর চামড়া প্রতিটি ১৩৭২ টাকায় বিক্রি হয়।

বিজ্ঞাপন

তাকওয়া মসজিদ সোসাইটির আয়োজনে এই টেন্ডারে মোট ৮৫৩টি চামড়া বিক্রি হয়। এই টাকা মসজিদের যাকাত ফান্ডে জমা হবে, যা এতিম ও দুঃস্থ মানুষের জন্য ব্যয় করা হবে।

বুধবার বিকালে তাকওয়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত টেন্ডারে অংশ নেয় স্থানীয় পাঁচটি চামড়া ক্রেতা প্রতিষ্ঠান। সর্বোচ্চ দামে চামড়া ক্রয় করে ইমেক্স লেদার লিমিটেড।

উল্লেখ্য, এ বছর সরকার ঢাকায় প্রতিটি চামড়ার দাম নির্ধারণ করে ১৩৫০ টাকা। টেন্ডারে বিক্রি করে পাওয়া দাম সরকার নির্ধারিত দামের চেয়ে ২২ টাকা বেশি।

তাকওয়া মসজিদ সোসাইটির এসিল্যান্ড সেক্রেটারি হাসান সরিফ সিদ্দিকী বলেন, চামড়ার দাম বৃদ্ধি আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। এই অর্থ মসজিদের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে। মসজিদের আয় বৃদ্ধি পেলে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি বিনিয়োগ করা সম্ভব হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত