আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাঁচ কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

আমার দেশ অনলাইন

পাঁচ কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেলভিত্তিক খসড়া অধ্যাদেশের প্রতিবাদে পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এ মোড়ের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

এর আগে, ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তাদের দাবি— স্কুলিং মডেল বাতিল করতে হবে এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখতে হবে।

এদিকে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতেও আবার রাস্তায় নামছেন ৭ সরকারি কলেজের শিক্ষার্থীরা। অধ্যাদেশের খসড়া প্রকাশের পরও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় শিক্ষার্থীরা আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করবেন। তাদের দাবি, দ্রুত অধ্যাদেশ জারি করে পরিচয় সংকট ও অ্যাকাডেমিক অনিশ্চয়তা দূর করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন