রাজধানীতে পাথর মেরে হত্যার ঘটনায় সম্মিলিত নারী প্রয়াসের প্রতিবাদ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ২০: ২৪

চাঁদা না দেবার কারণে প্রকাশ্য দিবালোকে গত বুধবার নরপিশাচের মত পাথর ছুঁড়ে ব্যবসায়ীকে হত্যা করা হয়। শুধু তাই নয় ওর দাড়িয়ে তারা আনন্দ উল্লাস করে , সম্মিলিত নারী প্রয়াস এই ঘটনার তীব্র নিন্দা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে ।

সম্মিলিত নারী প্রয়াস মনে করে, জনসম্মুখে সন্ত্রাসীরা যেভাবে করে একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করেছে শুধু তাই নয় লাশের উপর দাঁড়িয়ে উল্লাস করেছে তা আইয়ামে জাহিলিয়াতের সময়কেও হার মানায়।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে একটি গ্রুপ ছিনতাই ধর্ষণ এবং হত্যার মতো ভয়াবহ অপরাধ করেই যাচ্ছে। শহীদ আবু সাঈদ মুগ্ধ এবং এমন অসংখ্য প্রাণের বিনিময়ের এই নতুন বাংলায় মানুষ হত্যা করে লাশের উপর উল্লাস করা, জুলাই বিজয়কে ছিনিয়ে নেবার এক দুঃসাহসিক বহিঃপ্রকাশ।

সম্মিলিত নারী প্রয়াস মনে করে সন্ত্রাস সমর্থিত কোন সরকার এই বাংলায় থাকতে পারে না। মুসলিম হিসেবে ইসরাইল ভারতকে বয়কটের পাশাপাশি আমার দেশের ভেতরের চাঁদাবাজ জুলুমবাজ এবং তাদের পৃষ্ঠপোষকদের বয়কটের ঘোষণা করছি।

বর্তমান সরকারের কাছে প্রকাশ্যে পাথর ছুড়ে হত্যাকাণ্ডসহ সকল অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। সেইসাথে আমাদের দেশের সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত