বিকেএসপিতে জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের ক্রীড়া প্রশিক্ষণ

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৩০

বিকেএসপিতে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় ও বিকেএসপির পরিচালনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত ছাত্রদের জন্য আয়োজিত উন্নত ক্রীড়া প্রশিক্ষণ (এ্যাডভান্সড স্পোর্টস ট্রেনিং) ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়। মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।

তিনটি ক্রীড়া বিভাগ আর্চারি, টেবিল টেনিস ও শ্যূটিং এ নির্বাচিত ৪ জন করে ১২ জন আহত ছাত্রদের নিয়ে দুই মাস ব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়। উল্লেখ্য এর পূর্বে গত জুলাই মাসে ১২ জনকে বিকেএসপি থেকে এক মাসের ফাউন্ডেশন ট্রেনিং দেয়া হয়। দুই মাসের নিবিড় প্রশিক্ষণ শেষে যোগ্যতার ভিত্তিতে আগামী প্যারা অলিম্পিক জন্য প্রস্তুত করা হবে।

বিজ্ঞাপন

প্রধান অতিথি তার বক্তব্যের প্রথমেই জুলাই বিপ্লবে শহীদদের প্রতি সম্মান জানান এবং শহীদদের দেশের জন্য জীবন বিসর্জন থেকে শিক্ষা নিয়ে সবাইকে কাজ করার আহবান জানান। প্রধান অতিথি মনে করেন প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধারা প্যারা অলিম্পিকের মতো বিশ্বমানের প্ল্যাটিফর্মে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বকে আমাদের ছাত্র-জনতার বীরত্বের কথা জানাবে, জানাবে বিগত ফ্যাসিস্ট সরকারের রাহুগ্রাস থেকে মুক্তি পেতে জীবনকে তুচ্ছ মনে করে কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই-আগস্ট বিপ্লবের শহীদ জননী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লে কর্নেল (অব:) কামাল আকবর।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত