আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গুলশানে এইচ টি ইমামের ছেলের বাসায় তল্লাশি

স্টাফ রিপোর্টার

গুলশানে এইচ টি ইমামের ছেলের বাসায় তল্লাশি

ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক এমপি তানভীর ইমামের বাসায় তল্লাশি চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বিজ্ঞাপন

বাসায় অস্ত্র, মাদক, অবৈধ টাকা রয়েছে দাবি করে মঙ্গলবার রাত ১২টার দিকে গুলশান-২ নম্বরে শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাসায় তল্লাশি চালানো শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে যায়। রাত দেড়টা পর্যন্ত ছাত্র-জনতা তল্লাশি চালালেও কিছু পাওয়া যায়নি বলে বুধবার আমার দেশকে জানিয়েছেন গুলশান থানার ওসি মাহমুদুর রহমান।

ওই বাড়িতে নিচ তলায় ছাত্র-জনতা ও বিএনপির মোটরচালক দলের একদল নেতাকর্মী তল্লাশি চালান। রাতে উপস্থিত ছাত্র-জনতা জানিয়েছেন বাসার দ্বিতীয় তলায় তল্লাশি চালালে অনেক কিছু পাওয়া যাবে। বাড়িটির দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হবে কিনা, জানতে চাইলে গুলশান থানার ওসি পরে কথা বলবেন বলে জানান।

জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে ছাত্র-জনতা, পুলিশ এবং সেনাবাহিনী সেখান থেকে চলে যায়।

বাসার নিচতলা থেকে কোনো কিছু খোয়া পাওয়া গেছে কিনা, বাড়ির লোকজনের সাথে কথা বলে জানানো জানা যাবে বলে জানিয়েছেন গুলশান থানার ওসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন