আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যাত্রাবাড়ী থেকে অপহৃত ব্যবসায়ী মুক্তিপণ দিয়ে উদ্ধার

স্টাফ রিপোর্টার
যাত্রাবাড়ী থেকে অপহৃত ব্যবসায়ী মুক্তিপণ দিয়ে উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মো. মকবুল (৩৮) নামে এক গরুর ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৬ টার দিকে ঘটনাটি ঘটে। মুক্তিপণ পাওয়ার পর নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মদনপুর বাস স্ট্যান্ডের পাশে আহত করে দুপুরে ফেলে রেখে যায় অপহরকারীরা।

পরে তার স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে সোমবার বিকালে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে আহতের বড় ভাই শাহ আলম জানিয়েছেন এসব তথ্য।

বিজ্ঞাপন

তিনি বলেন, তার ভাই মকবুল পেশায় একজন গরুর ব্যবসায়ী। সে বিভিন্ন স্থান থেকে গরু, খাসির কাটার পর, ভুঁড়ি সংগ্রহ করে ব্যবসা করেন। তিনি বলেন, সকালে মানিক নগর এলাকায় একটি গরু জবাইয়ের কাজে যচ্ছিলেন।

পথিমধ্যে যাত্রাবাড়ী এলাকায় একটি কালো রংয়ের মাইক্রোবাস যোগে কয়েকজন অপহরনকারী তাকে পথরোধ করে গাড়িতে তুলে নিয়ে যায়। তারা তাকে চোখ বেধে, হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তার মোবাইলে দিয়ে স্বজনদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

তাকে মুক্ত করতে, তার (মকবুল) মোবাইলে ৬০ হাজার টাকা বিকাশ করা হয়। পরে অপহরণকারীরা ওই টাকা নিয়ে তাদের মোবাইলে ট্রান্সফার করে মোবাইল এবং সিম ভেঙে ফেলে তাকে সোনারগাঁও থানার মদনপুর এলাকায় রাস্তায় ফেলে দিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে, হাসপাতালে নিয়ে আসা হয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার আলমপুরা গ্রামের আব্দুল বাসিদ এর ছেলে মকবুল। আহত মকবুলকে ঢামেক হাসপাতালে ভর্তির সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন