আশিয়ান সিটির মাসব্যাপী আবাসন মেলা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৮: ১১

আশিয়ান সিটির প্রধান কার্যালয়ে শুরু হয়েছে একক আবাসন মেলা। গত শনিবার দুপুরে মেলার উদ্বোধন করেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া ও উপ-ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া।

শনিবার থেকে শুরু হওয়া মেলা চলবে এক মাস পর্যন্ত। মেলা উদ্বোধন শেষে চেয়ারম্যান বলেন, আশিয়ান প্রকল্পের দেশি-বিদেশি কোনো গ্রাহকের ঠকার কোনো সম্ভাবনা নেই। এ প্রকল্পকে ডায়মন্ডের সাথে তুলনা করে গ্রুপের কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করতে আশিয়ান গ্রুপকে সহায়তা করতে সরকারের প্রতি আহ্বান জানান চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। রাজধানীর প্রাণকেন্দ্র হাজীক্যাম্প সংলগ্ন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৮ ও ৪৯নং ওয়ার্ডে আশিয়ান সিটি প্রকল্পের অবস্থান। মেলায় উপস্থিত ছিলেন- কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং আগত অতিথি ও গ্রাহকরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত