রাজধানীর লালবাগের লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় গণপিটুনিতে মো. তোফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতকে ঢামেকে নিয়ে আসা আজিমপুর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল নেসার জানান, গেল রাত সাড়ে ৩টার দিকে লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় কিলার বাবু নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে স্থানীয় জনতা তাকে পিটুনি। পরে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দিলে তিনি গিয়ে বাবুকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

