রাজধানীর আব্দুল্লাহপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০০: ৩৫
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর কোটবাড়ি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. হুমায়ুন আহমেদ গণমাধ্যম কর্মীদের বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে আব্দুল্লাহপুর কোটবাড়ি এলাকায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি বলেন, ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা যাবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত