রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষ, নিহত ১

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৮: ৪২
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৯: ০০

রাজধানীর মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। নিহতের নাম শাহ আলম (২০)। সোমবার সকালে সংঘর্ষ বাঁধে। আহত অবস্থায় দুই জনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার রয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চাপাতি।

বিজ্ঞাপন

তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান আমার দেশকে জানান, জেনেভা ক্যাম্পে পিচ্চি রাজা ও বুনিয়া সোহেল গ্রেুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ ঘটনায় ইতিমধ্যে ফয়সাল ও সেলিম নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

জানা যাচ্ছে, জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা চলে আসছে দীর্ঘদিন ধরে। অনেক বেশি অলিগলি হওয়ায় জনবহুল ক্যাম্পের ভিতরে মাদক ব্যবসা চলে প্রায় প্রকাশ্যে। ব্যবসাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে কয়েকটি গ্রুপ গড়ে উঠেছে। পুলিশ র‌্যাব সেখানে প্রায়ই অভিযান চালালেও আইনের মারপ্যাঁচে অপরাধীরা জামিনে বেরিয়ে আবারো অপরাধে জড়িয়ে যায়। তাছাড়া মামলার ক্ষেত্রে সাক্ষী না পাওয়ার কারণে মামলার অগ্রগতিও সন্তোষজনক নয়।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত