বংশালে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫, ১৪: ২৮

বংশাল থানাধীন নিমতলীতে ইলেকট্রিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মোজাম্মেল হোসাইন (৩৩) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নিমতলীর হানিফ ফ্লাইওভারে ঢালে এ ঘটনা ঘটে। মোজাম্মেল ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার আব্দুল কাদের খানের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী কুতুবখালীতে কোম্পানির কোয়ার্টারে থাকতেন।

বিজ্ঞাপন

মোজাম্মেল ওরিয়ন গ্রুপের ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। তার সহকর্মী কোরবান আলী বলেন, ফ্লাইওভারের ঢালে ইলেকট্রিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মই থেকে পড়ে অচেতন হয়ে যান মোজাম্মেল। পরে তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক আমার দেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত