ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১০: ২৭
আপডেট : ১০ জুন ২০২৫, ১০: ৩৮
ছবি: সংগৃহীত

রাজধানীতে ফিরছে শুরু করেছে কর্মজীবীরা মানুষ। মঙ্গলবার সকাল থেকে দক্ষিণাঞ্চলের বেশির ভাগ মানুষ বাস ও লঞ্চ রুটে ফিরেছেন। এছাড়া রাজধানীর বিভিন্ন টার্মিনাল ও রেল স্টেশনে মানুষজনদের ফিরতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ভোগান্তি এড়ানোর জন্য ছুটি শেষের আগেই অনেকে ফিরে আসছেন। ফিরে তারা ফাঁকা ঢাকার আনন্দ উপভোগ করছেন। রাজধানীর মহাখালী, গাবতলী, যাত্রাবাড়ী-দোলাইরপাড়, সায়েদাবাদ এলাকা ঘুরে ফেরার এমন চিত্র দেখা গেছে।

এবার ঈদের ছুটি বেশি হওয়ায় এখনও রাজধানীতে ফিরতি গাড়ির চাপ পড়েনি। যেসব কর্মজীবীরা স্বল্প ছুটি পেয়েছেন কিংবা ছোটখাটো ব্যবসা করছেন এমন ব্যক্তিরাই এখন বেশি আসছেন।

ট্রেনযাত্রীরা বলছে, যাত্রী চাপ কম থাকায় অনেকটা সাচ্ছন্দ্যে তারা ফিরতে পারছেন। ঈদুল আজহা উপলক্ষ্যে এবার টানা ১০ দিনের ছুটি দেয়া হয়েছে। গত ঈদুল ফিতরে ছুটি ছিল টানা নয় দিন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত