আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে ২ কলেজ শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে ২ কলেজ শিক্ষার্থী আহত

রাজধানীর জিগাতলায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুই কলেজ শিক্ষার্থী আহত হয়েছে। তারা হলেন- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী আলফাছ সানি অপু (১৯) ও কাজী ইশতেয়াক মুনিম (১৮)।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন জিগাতলা নেসক্যাফের ভিতরে কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল। ওই সময়ে একই কলেজের প্রথম বর্ষের (জুনিয়র) ১০/১৫ জন ছাত্র মিলে ভিকটিমদের অতর্কিত আক্রমন করে আহত করে। এতে তারা আহত হয়। পরে অন্যান্য সহপাঠীরা তাদের উদ্ধার করে, প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন