মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৮: ৫৩

রাজধানীর মহাখালী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাব্বির রহমান (১৭) নামে এক কিশোর মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় বনানী থানার মহাখালী আদর্শ নগর সাত তলা সংক্রমণ ব্যাধি হাসপাতাল সংলগ্ন খেলার মাঠের পাশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিহত সাব্বিরের ভগ্নিপতি রিপন আহম্মেদ জানান, সাব্বির ফুটপাতে তার খাবার হোটেল ও চায়ের দোকানে কাজ করতো। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে মাঠে খেলাধুলা শেষে তাদের মধ্যে এক বন্ধু সাব্বিরের জুতা ছুড়ে মারলে তা একটি চাতালে গিয়ে পড়ে। পরে জানালার গ্রিল দিয়ে চাতালে ওঠার সময় জানালার গ্রীলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন সাব্বির।

পরে বন্ধুরা ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়। সেখান থেকে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানায় জানানো হয়েছে।

নিহত সাব্বিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আশুরাই গ্রামে। তিনি মহাখালী আদর্শ নগর সাততলা পোড়াবস্তি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত