চামড়া শিল্পের নৈরাজ্য ও সিন্ডিকেট রুখে দেয়ার দাবিতে মানববন্ধন

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১৬: ০৮

চামড়া শিল্পের নৈরাজ্য ও সিন্ডিকেট রুখে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন নামের সংগঠন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দরা বলেন,'কোরবানির পশুর চামড়া নিয়ে পতিত ফ্যাসিস্টের আমলের পুরোনো চক্র সক্রিয় হয়ে উঠেছে। দেশের সোনালি আঁশ খ্যাত পাটশিল্পের ধ্বংসের বিদেশি চক্রান্ত সফল হওয়ার পর আরেক সম্ভাবনাময় চামড়া শিল্পের ধ্বংসের চক্রান্ত সফল হওয়ার পথে।'

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন কর্তৃক আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান বলেন,'প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম বাণিজ্য মন্ত্রণালয় ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করে দিলেও চামড়া বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকায়। কিছু কিছু ক্ষেত্রে বর্গফুটের হিসাবে চামড়ার দাম আরও কম পড়েছে। কোরবানি দাতাদের থেকে তারা সর্বোচ্চ ৪০০ থেকে ৬৫০ টাকায় গরুর চামড়া কিনেছেন এবং ট্যানারি মালিকদের কাছে বিক্রি করেছেন ৫০০ থেকে ৮০০ টাকায়। বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করে চামড়ার ন্যায্য দাম মিলছে না। সিন্ডিকেটের কারণে চামড়ার দাম পড়ে গেছে।'

তিনি আরও বলেন, 'বিদেশি চক্রান্ত ও ষড়যন্ত্রে পা দিয়ে অসাধু ট্যানারি মালিকদের ফ্যাসিস্ট সিন্ডিকেট কৌশলে চামড়ার দাম কমিয়ে লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের চামড়াশিল্প। দেশে ও বিশ্ববাজারে চামড়াজাত পণ্যের দাম আকাশচুম্বী, অথচ কোরবানির চামড়া শিল্প নিয়ে গভীর চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। এ অবস্থা থেকে উত্তরণে বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টির পাশাপাশি প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে।'

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মীর্জা শরিফুল আলম, কলামিস্ট লায়ন মীর আবদুল আলীম, পরিবেশবিদ বাপ্পী সরদার প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত