গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, প্রাণ গেল ৩ জনের

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ১৩: ১৫
ছবি: সংগৃহীত

রাজধানীর আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যের মধ্যে তিনজন প্রাণ হারিয়েছেন। আজ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফাজ্জল হোসেন (৩৫)। এর আগের দিন তার স্ত্রী মানসুরা এবং ৪ বছর বয়সী মেয়ে তানজিলা মারা যান।

বিজ্ঞাপন

তোফাজ্জলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ণ ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, 'তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।'

এর আগে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাত সাড়ে ১০টায় মারা যান তার স্ত্রী মানসুরা বেগম (৩৫), যার শরীরের ৬৭ শতাংশ পুড়ে গিয়েছিল। একই দিন বিকেল তিনটায় মারা যায় তার মেয়ে তানজিলা (৪), যার শরীরের ৬৬ শতাংশ পুড়ে গিয়েছিল।

বর্তমানে তোফাজ্জল হোসেনের দুই মেয়ে তানিশা ও মিথিলা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আফতাবনগরের ওই এলাকায় একটি তিনতলা বাড়ির নিচ তলায় বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন তোফাজ্জল, তার স্ত্রী মানসুরা এবং তিন মেয়ে—তানিশা, মিথিলা ও তানজিলা।

বিষয়:

বিস্ফোরণ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত