আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে মোটরযান ওয়ার্কশপে মোবাইল কোর্ট অভিযান

স্টাফ রিপোর্টার
রাজধানীতে মোটরযান ওয়ার্কশপে মোবাইল কোর্ট অভিযান

রাজধানীর মোটরযান মেরামত ওয়ার্কশপে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। শুক্রবার এ অভিযান চালানো হয়। বিআরটিএ আদালত-৩, ৬ ও ৭ এ ম্যাজিস্ট্রটগণের নেতৃত্বে ও ট্রাফিক মিরপুর ডিভিশনের সহায়তায় কোটবাড়ি, গাবতলি এলাকার মোটরযান মেরামত ওয়ার্কশপে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

মোবাইল কোর্ট পরিচালনাকালে ৫টি ওয়ার্কশপ-কে কে বডি বিল্ডার্স, সাইদ বডি বিল্ডার্স, প্রিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মেসার্স ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও এম এস এন ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।

mobail court-2

এসময় দুইটি ওয়ার্কশপে দুটি মোটরযানের কাগজপত্রের মেয়াদউত্তীর্ণ দেখতে পায়। ওয়ার্কশপগুলোর মালিক ও ম্যানেজারদেরকে এসব গাড়ি ১৫ এপ্রিলের আগে যেন রাস্তায় না নামানো হয় সে বিষয়ে কঠোরভাবে সর্তক করা হয়। সড়ক পরিবহন আইন অনুযায়ী মোটরযান মেরামত কারখানার লাইসেন্স নেয়ার জন্য নির্দেশও দেওয়া হয়।

৫টি ওর্য়াকশপের মালিক ঈদের আগে কোন লক্করঝক্কর ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানোর বিষয়ে লিখিত মুচলেকা নেওয়া হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান, আসন্ন ঈদ নিরাপদ করার জন্য বিআরটিএয়ের মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে। যারাই লক্করঝক্কর গাড়ি রাস্তায় নামাবে সেসকল ওয়ার্কশপ ও পরিবহন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন