আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সে‌মিনারে এসিএম সভাপতি

দুর্নীতি দূর করতে দেশে সামাজিক আন্দোলন প্রয়োজন

স্টাফ রিপোর্টার
দুর্নীতি দূর করতে দেশে সামাজিক আন্দোলন প্রয়োজন

দুর্নীতি প্রতিরোধ করতে হলে দেশে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অ্যান্টি করাপশন মুভমেন্টের (এসিএম) সভাপতি এম বদরুল ইসলাম। তি‌নি বলেন, সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে সমাজ থেকে দুর্নীতি দূর হবে না।

শনিবার রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনের সোশ্যাল গার্ডেন হলে এক সেমিনারে সভাপতির বক্তব্যে তি‌নি এ কথা বলেন। 'দেশের সুনাগরিকের দায়িত্ব ও দুর্নীতি প্রতিরোধ আন্দোলন' শীর্ষক এই সেমিনারের আয়োজন করে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন এসিএম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মকবুল হোসেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মকবুল হোসেন বলেন, পবিত্র কোরআনে আছে মানুষকে সৎ কাজে আদেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে। সে জন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষা ব্যবস্থায় মানুষ গড়ার শিক্ষা থাকতে হবে।

সেমিনারে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই কোনো একক প্রতিষ্ঠান বা আইনের দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়। নাগরিকদের তথ্যভিত্তিক সচেতনতা, গবেষণা, অ্যাডভোকেসি এবং সক্রিয় সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে ক্ষমতায়িত করাই এসিএমের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এসিএমের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আশরাফ-উল-আলম, সাখাওয়াত হোসেন, মানবাধিকারকর্মী ভিক্টর এলাহী, যশোর-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জেসিনা মুর্শিদ প্রাপ্তি প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন