আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সহপাঠী হত্যার বিচারের দাবিতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ

স্টাফ রিপোর্টার

সহপাঠী হত্যার বিচারের দাবিতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ

সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ব্যস্ত ফার্মগেট এলাকা বুধবার কয়েক ঘণ্টা অচল হয়ে পড়ে। তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামলে ফার্মগেটসহ খামারবাড়ি, আগারগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চলমুখী সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে কয়েকশ শিক্ষার্থী ফার্মগেট মোড়ে অবস্থান নেন। পরে তারা একাধিক সংযোগ সড়কে বসে পড়লে যানচলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ‘সাকিবুল হত্যার বিচার চাই’, ‘খুনিদের গ্রেপ্তার কর’, ‘আর কোনো কালক্ষেপণ নয়’—এমন স্লোগানে ওই এলাকা মুখর হয়ে ওঠে।

বিজ্ঞাপন

নিহত সাকিবুল হাসান রানা তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত ২ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে কলেজ–সংলগ্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলেও শিক্ষার্থীদের অভিযোগ, তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। তাদের দাবি, ঘটনার মূল পরিকল্পনাকারী ও সরাসরি জড়িতরা এখনো আইনের আওতার বাইরে রয়ে গেছে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সাকিবুলের মৃত্যু শিক্ষাঙ্গণের নিরাপত্তাহীনতার একটি নির্মম উদাহরণ। এক শিক্ষার্থী বলেন, ২ জানুয়ারি সাকিবুল মারা গেছে। আজ ১৪ জানুয়ারি— এত দিনেও আমরা বিচার দেখতে পেলাম না। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।

তারা জানান, বারবার আশ্বাস পেলেও বাস্তবে কোনো অগ্রগতি না থাকায় তাদের ক্ষোভ জমতে জমতেই এই আন্দোলনের সূচনা।

সড়ক অবরোধের কারণে ফার্মগেট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চাকরিজীবি, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অনেককে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। জরুরি যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সময়কার যানজট ও ভোগান্তির ছবি–ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পুলিশ জানায়, সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। দীর্ঘ আলোচনা ও আশ্বাসের পর সোয়া তিনটার দিকে শিক্ষার্থীরা সাময়িকভাবে সড়ক অবরোধ তুলে নেন। তবে তারা স্পষ্ট করে জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আবারও রাজপথে নামবেন।

শিক্ষার্থীরা বলেন, তারা শুধু গ্রেপ্তার নয়, দ্রুত চার্জশিট ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত দেখতে চান। দাবি আদায় না হলে ক্লাস বর্জন, কলেজ অবরোধসহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও জানান তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...