শিক্ষা সচিবকে স্মারকলিপি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের নির্বাচন দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১৯: ৩৭

দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল কলেজ মাদ্রাসার পরিচালনা পর্ষদ নির্বাচন ৩০ নভেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সম্পন্ন করার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

বিজ্ঞাপন

রোববার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্রাব) কার্যালয়ে অভিভাবক ঐক্য ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

পরে অভিভাবক নেতারা সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীনের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন। এ সময় শিক্ষা সচিব অভিভাবক ফোরাম নেতাদেরকে আশ্বস্ত করে বলেন, আইনি জটিলতা মোকাবিলা করে দ্রুত কার্যকরি ব্যবস্থা নেয়া হবে।

ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া।

উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুলের গভর্নিং বডির সাবেক সদস্য মোহাম্মদ আলী, আইডিয়াল স্কুলের অভিভাবক ফোরামের সভাপতি আহসান উল্ল্যা মানিক, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মো. সেলিমউদ্দীন।

সভাপতি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী দেশের প্রায় সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করা হয়েছে। এখন নির্বাচন তারিখ সহ তফসিল ঘোষণা করলেই ছুটির দিন (শুক্রবার /শনিবার) নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এতে শিক্ষার্থীর পাঠদানে/ পরীক্ষায় কোন প্রতিবন্ধকতা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে বিঘ্ন বিঘ্ন ঘটবে না।

এ সময় মেয়াদ উওীর্ন অ্যাডহক কমিটি জেলা প্রশাসকের অধীনে নির্বাচন আয়োজন করার দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটিতে আমলাতন্ত্র জেঁকে বসেছে যারা নির্বাচন চায় না। বর্তমান অ্যাডহক কমিটি পূর্বের পতিত সরকারের আমলের ন্যায় একইভাবে অনিয়ম দুর্নীতি, স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে। এরা জবাবদিহিতা কিংবা শিক্ষার গুনগত মানের কোন তোয়াক্কা করছে না। অ্যাডহক কমিটির মেয়াদ উওীর্নের পরেও জোর জবরদস্তি করে বহাল তবিয়তে রয়েছে । তারা সভাপতি পদে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন দাবি করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত