পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ে প্রবেশের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১৪: ০৮
আপডেট : ১৫ জুন ২০২৫, ১৪: ২৫

পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগপ্রত্যাশীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫টির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। একই সঙ্গে লাঠিচার্জও করা হয় আন্দোলনকারীদের।

বিজ্ঞাপন
Secretariat-2

রোববার দুপুর সোয়া ১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারীও রয়েছেন।

Secretariat-3

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৯টার দিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন (এনটিআরসি) প্রত্যাশীরা চার দফা দাবিতে প্রেসক্লাবের সামনে জড়ো হোন। পরে ৫ জন প্রতিনিধি সচিবালয়ে গেলেও দেড় ঘণ্টার পরও কোনো আশ্বাস না পেয়ে বেলা ১টার দিকে তারা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেন।

Secretariat-4

এ সময় সচিবালয় প্রবেশমুখে ব্যারিকেড দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে উত্তপ্ত অবস্থা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্তণে অন্তত ৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে এক নারীসহ ৫ জন আহত হন।

দুপুর পৌনে ২টার দিকে আহতদের চিকিৎসায় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। এ সময় নতুন করে আরো একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলেও পথচারীদের মাঝে আতঙ্ক দেখা দেয়।

বিষয়:

সচিবালয়

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত