আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চকবাজারে প্লাস্টিক ব্যবসায়ী খুন

স্টাফ রিপোর্টার

চকবাজারে প্লাস্টিক ব্যবসায়ী খুন
প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আমির লাল সর্দার (৩৫) নামে এক প্লাস্টিক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সকালে মিটফোর্ড কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আমির লাল সর্দারকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহতের ছোট ভাই পারভেজ জানান, তার ভাই আমির লাল প্লাস্টিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি ইসলামবাগে আমির হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক পার্টনার ছিলেন এবং তার কালিবাড়ির প্যাকেজিং ফ্যাক্টরিতেও চাকরি করতেন। তিন বছর ধরে ওই মালিক কোনো হিসাব দিচ্ছিলেন না। এ নিয়েই ঝগড়াঝাটি চলছিল।

পারভেজ অভিযোগ করেন, এর জেরে আমির হোসেনের বোন জামাই ফারুক ও হেলাল শুক্রবার সকালে তার ভাইকে মারধর করে এবং বুকে-পেটে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বরিশাল জেলার গৌরনদী উপজেলার তালেব সর্দার এর ছেলে আমির লাল সর্দার। ওই প্যাকেজিং ফ্যাকটরিতে থাকতেন। নিহতের স্ত্রী নার্গিস, দুই সন্তানের জনক ছিলেন তিনি। তারা গ্রামের বাড়ি থাকেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন