রাজধানীর মিরপুর-২-এ গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ভোররাত পৌনে ৪টার দিকে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুই দুর্বৃত্ত এই বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ নাশকতার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোররাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের বাউন্ডারি ঘেঁষে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি একটি ককটেল ছুড়ে মারে। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। সিসি ক্যামেরার ফুটেজে এই দৃশ্য ধরা পড়েছে বলে পুলিশ জানিয়েছে। দুজন আরোহীর মাথাতেই হেলমেট পড়া ছিলো।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়েছেন। তিনি নিশ্চিত করেন, ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হননি।
ওসি আরও বলেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীদের শনাক্তের চেষ্টা চলছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই নাশকতামূলক ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই নাশকতার সঙ্গে অন্য কোনো সাম্প্রতিক ঘটনার যোগসূত্র আছে কি না, তা নিয়েও পুলিশ তদন্ত করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

