ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বকেয়াসহ বোনাস পরিশোধের দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১৫: ০১

পবিত্র ঈদুল ফিতরের আগে গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধের দাবি জানিয়েছে শ্রমিক নেতারা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের ব্যানারে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এই দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগে (২০ রমজান থেকে ২৫ রমজানের মধ্যে) গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে। ঈদের আগে দেশের কোনো গার্মেন্টস শ্রমিকের বেতন বোনাস বকেয়া থাকতে পারবে না। বেতন বোনাস পরিশোধ না করলে আমরা সামনের দিকে আর সোচ্চার হয়ে আন্দোলন করবো।

শ্রমিক নেতারা আরো বলেন, বাংলাদেশের যত শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে, সেগুলো ঈদের আগে প্রত্যাহার করতে হবে। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আশুলিয়া থানা কমিটির সভাপতি খোরশেদ আলমকে মুক্তি দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবু সাঈদ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মুশফেরা মিশু, শ্রমিক নেতা শামীম ইমাম, শ্রমিক নেতা প্রকাশ দত্ত প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত