রূপনগরে আগুন, ঢাকা মেডিকেলে ১৬ লাশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২২: ০৫

রাজধানীর মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত ১৬ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, সব লাশ গার্মেন্টস ভবন থেকে পাওয়া গিয়েছে। কেমিক্যাল গোডাউন ভবনের অগ্নি নির্বাপণের কাজ চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ১১টা ৫৬ মিনিটে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণের জন্য মোট ১২টি ইউনিট কাজ করেছে। উক্ত ভবনের ছাদ বন্ধ থাকায় কেউ উপরে যেতে পারেনি। সে কারণে মৃত্যুর সংখ্যা বেজেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে, কয়েক ঘণ্টা কেটে গেলেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। নিখোঁজও আছেন অনেকে। নিখোঁজদের খোঁজে ঘটনাস্থল ও বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করছেন স্বজনরা। মঙ্গলবার দুপুরে এই আগুনের ঘটনা ঘটে।

অনেকেই আবার নিখোঁজ স্বজনের ছবি হাতে কান্নায় ভেঙে পড়ছেন। অগ্নিকাণ্ডে হতাহত ও নিখোঁজদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে দুর্ঘটনাকবলিত স্থান ও আশপাশের সড়ক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত (মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট) কমপক্ষে ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, মৃত ব্যক্তিরা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত