আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢামেকে কারাবন্দির মৃত্যু

স্টাফ রিপোর্টার

ঢামেকে কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. খালেক মিয়া (৫৯) নামের এক কারাবন্দি মৃত্যু হয়েছে।
বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কর্তৃপক্ষের নির্দেশক্রমে অন্তর আলি সহ কয়েকজন কারারক্ষী তাকে বুধবার রাতে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর রাত ৮টা ৪০ মিনিটে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি হাসপাতাল পর্যন্ত আনা কারারক্ষীরা। তারা জানান, পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

মৃত খালেক মিয়ার বাবার নাম মৃত আব্দুল হাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন