বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মিথুন হাসপাতালে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৩১
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আল মেহরাজ শাহরিয়ার মিথুনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত দুইটার দিকে ঢাবির জহুরুল হক হলের ২৩৪ নম্বর রুমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করান।

তাকে নিয়ে আসা সহকর্মী মো .আল আমিন জানান, মিথুন ঢাবির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। রাত দুইটার দিকে জহুরুল হকলের ২৩৪ নম্বর হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি আরও জানান, মোবাইল ফোনে কথা বলার সময় উত্তেজনাবশত হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে মঙ্গলবার রাত তিনটার সময় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, আল মেহরাজ শাহরিয়ার মিথুনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত