
এমরানা আহমেদ

ঈদের কেনাকাটা প্রায় শেষ। খুশির ঈদ আসতে বাকি আর মাত্র দুদিন। ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিউটি পার্লারগুলোয় ব্যস্ততা বেড়েছে। তীব্র রোদ আর ধুলাবালি উপেক্ষা করে এক মার্কেট থেকে আরেক মার্কেটে ছুটছেন নারী-পুরুষসহ সব বয়সি ক্রেতা। রোদে পুড়ে যাওয়া ত্বকে সৌন্দর্য ফিরিয়ে আনতে ২০ রোজার পর থেকেই কিশোরী-তরুণীরা ভিড় করছেন পার্লারে। প্রতিটি এলাকার অলিগলিতে গড়ে ওঠা পার্লারসহ নামিদামি সব পার্লারেই পড়েছে ‘রূপচর্চা’র হিড়িক। ফেসিয়াল, চুলের ছাঁট আর নখে নকশা কিংবা মেহেদির রঙে হাত দুটো রাঙিয়ে নেওয়ার তাড়া দেখা গেছে রাজধানীর বিউটি পার্লারগুলোতে। তরুণীদের চাহিদা পূরণে ব্যস্ত সময় পার করেছেন বিউটিশিয়ান ও পার্লার কর্মীরা। বিভিন্ন এলাকার সাধারণ বিউটি পার্লারগুলোতেও দেখা গেছে বাড়তি ভিড়। ঈদের মাহেন্দ্রক্ষণে ফ্যাশনপ্রিয় তরুণীদের পাশাপাশি তরুণরাও ছুটছেন জেন্টস পার্লারগুলোতে। সেবা গ্রহীতাদের সুবিধার্থে এখন প্রতিদিন সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকছে সব পার্লার।
গত বৃহস্পতিবার রাজধানীর বিউটি পার্লার আর সেলুনগুলোতে সব বয়সি নারী-পুরুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। নারীরা হেয়ার কাট, ভ্রু প্ল্যাক, ফেসিয়াল এবং মেহেদি লাগাতে পার্লারে ছুটছেন। পিছিয়ে নেই পুরুষরাও। ত্বক সচেতন পুরুষ ফেসিয়াল, পছন্দমত চুল ও দাড়ি কাটা, কালার করা সবই করছেন পার্লারে। আর এসব সেবা নিতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ। কারণ ঈদের এই সময়টাতে তালিকা অনুযায়ী দাম নিচ্ছেন না পার্লার বা সেলুনকর্মীরা। অনেকে আবার খুশি হয়েই তাদের বাড়তি মজুরি দিচ্ছেন। নামি-দামি সেলুন আর পার্লারগুলোতে এসব কাজের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। হাত-পায়ের যত্নে মেনিকিউর-পেডিকিউর, বডি ম্যাসাজ, বিভিন্ন ধরনের ফেসিয়াল, দাড়ির বিভিন্ন কাটের পাশাপাশি অনেকেই আবার চুল কালারও করছেন। সিরিয়াল পেতে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্তও অপেক্ষা করতে হচ্ছে। চাঁদ রাত পর্যন্ত পার্লার আর সেলুনগুলোতে দেখা যাবে এমন ব্যস্ততা। রাজধানীর জেন্টস পার্লার পারসোনা এডামস, হেয়ারোবিকস গ্রুমিং পার্লার, হাবিব আলভিরাজ বিউটি কেয়ারসহ ছোট-বড় পার্লারে হেয়ার কাট, শেভ এবং ফেসিয়ালসহ নানা পরিচর্যায় ব্যস্ত থাকতে দেখা গেছে ছেলেদের। পারসোনা এডামসে চুল কাটিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম রেজা খান। তিনি বলেন, চুল-দাড়ি কাটার পাশাপাশি হারবাল ফেসিয়ালও করিয়েছেন।
ঈদের আগে বিউটি পার্লার ও সেলুনে বিভিন্ন ধরনের ফেসিয়াল করানো হয়। তবে কেবল নামে আকৃষ্ট হয়ে যে কোনো একটি ফেসিয়াল বেছে নিলেই যে আপনি সেরা ফল পাবেন, তা কিন্তু নয়। বরং ত্বকের ধরন ও প্রয়োজন বুঝে সঠিক ফেসিয়াল বেছে নেওয়া জরুরি। ত্বকের ধরন বুঝে ফেসিয়াল করতে হবে। ত্বক শুষ্ক প্রকৃতির হলে আপনাকে অবশ্যই এমন ফেসিয়াল বেছে নিতে হবে, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখবে। তেমনি তৈলাক্ত ত্বকের জন্য এমন ফেসিয়াল করাতে হবে যা ত্বকের তৈলাক্ততা নিয়ন্ত্রণে রাখবে। মিশ্র ত্বকে আবার যে কোনো ধরনের ফেসিয়ালই কার্যকর। এ তো গেল ত্বকের ধরনের ব্যাপার-স্যাপার। কিন্তু কারো কারো ত্বকে কিছু সমস্যাও থাকতে পারে। কারো থাকতে পারে ব্রণ, কারোবা মেছতা। ত্বকের সমস্যার ওপরেও নির্ভর করে প্রয়োজনীয় ফেসিয়ালের ধরনÑ এমনটাই জানালেন রেড বিউটি স্যালুনের রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন।
ধানমন্ডি এলাকার পার্লারে আসা ফারিয়ান ইসলাম বলেন, এবার ঈদে চুলের সাজে ভিন্নতা আনতে হেয়ার রিবন্ডিং করছেন তিনি। এ ক্ষেত্রে খরচ পড়ছে পাঁচ হাজার টাকা। ঈদে আলাদা ‘লুক’-এর জন্যই চুলের স্টাইলে পরিবর্তন আনছি। সেই সঙ্গে ফেসিয়াল, হোয়াট হারবাল, পেডিকিউর ও মেনিকিউর করাবেন বলে জানান ফারিয়ান।
রূপ বিশেষজ্ঞরা বলছেন, বিউটি পার্লার বা সেলুনগুলোতে প্রায় একই ধরনের ফেসিয়ালের আলাদা আলাদা নাম দেওয়া হয়। উপকরণের কিছু তারতম্য অবশ্যই থাকে। তাই সেবা নেওয়ার আগে নিশ্চিত হতে কোন উপকরণ বা পদ্ধতিটি আপনার ত্বকের জন্য ভালো হবে। ঈদের আগে অন্তত দুইবার ফেসিয়াল করালে ভালো ফল পাওয়া যায়। ঈদের সময়ে ত্বক হয়ে উঠবে সতেজ এবং প্রাণবন্ত। ফেসিয়াল ত্বকের মৃত কোষ দূর করে, বন্ধ লোমকূপ খুলবে, ত্বকের রক্তসঞ্চালন বাড়বে।
লুসেরো বাই ইশরাত-এর স্বত্বাধিকারী ইশরাতুল শোভা জানালেন, সব ধরনের ত্বকের জন্যই হারবাল ফেসিয়াল ভালো। বয়স ১৮ পেরিয়েছে, এমন যে কেউই এই ফেসিয়াল করাতে পারেন, যদি ত্বকে কোনো রাসায়নিক উপাদান প্রয়োগ করে না থাকেন। বিভিন্ন রকম উপকরণ যোগ করে হারবাল ফেসিয়ালের ধরনে আনা হয় বৈচিত্র্য। শসা ব্যবহার করে যে ফেসিয়াল করা হয়, সেটি কিউকাম্বার ফেসিয়াল, যেটা তৈলাক্ত ত্বকের জন্য দারুণ উপকারী। এতে ত্বক ঠাণ্ডাও হয়। চৈত্রের আবহাওয়ায় আরাম ত্বকের জন্য আরামদায়ক এটি। শুষ্ক ত্বকের জন্য মিল্ক ফেসিয়াল উপকারী। এই ফেসিয়াল ত্বকে আর্দ্রতা জোগায়। ত্বককে করে তোলে কোমল ও মসৃণ। ফ্রুট ফেসিয়াল সংবেদনশীল এবং ব্রণযুক্ত ত্বকের যত্নে বেশি উপকারী। ডিপ ক্লিনজিং ফেসিয়াল ত্বককে গভীর থেকে পরিষ্কার করে বলে এই ফেসিয়াল তৈলাক্ত ত্বকের জন্য বেশ উপকারী। যাদের ত্বকে ব্রণ বেশি হয়, তারাও এই ফেসিয়াল করাতে পারেন। এতে ব্রণ ওঠা বন্ধ হবে। যাদের ত্বকে অন্য কোনো সমস্যা নেই, তারা ভিটামিন সি বা অরেঞ্জ ফেসিয়াল করাতে পারেন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এছাড়া হাইড্রাফেসিয়াল করাতে পারেন সবাই। তবে শুষ্ক ত্বকের জন্য এটি বেশি উপকারী। কারণ, এটি ত্বকের আদ্রতা ফিরিয়ে আনে। প্রযুক্তির সহায়তায় মুখের ত্বক থেকে ময়লা বের করে ফেলা হয় হাইড্রাফেসিয়ালে। আলোকরশ্মির সহায়তা নেওয়ার ফলে ব্রণের সমস্যাতেও উপকার মেলে। এ ছাড়া ত্বকের ধরন বুঝে সিরাম ব্যবহার করা হয় বলেও জানান ইশরাতুল শোভা।
বনানী, মোহাম্মদপুর ও মিরপুর— এই তিনটি ব্রাঞ্চে ত্বক ও চুল পরিচর্যায় অফার দিচ্ছে রেড বিউটি স্টুডিও অ্যান্ড স্যালন। দীপ্তিময় ত্বক ও ঝলমলে চুলের জন্য ঈদ প্যাকেজ কিনতে পারবেন সৌন্দর্যপ্রেমীরা। আইব্রো শেপিং, হট অয়েল ম্যাসাজ, শ্যাম্পু ওয়াশ, কন্ডিশনিং, ব্লো ড্রাই ও গ্লোয়িং ফেসিয়াল প্যাকেজের দাম দুই হাজার ৬৫০ টাকা; আইব্রো শেপিং, হট অয়েল ম্যাসাজ, হেয়ার ফল ট্রিটমেন্ট, শ্যাম্পু ওয়াশ, ডিপ কন্ডিশনিং, হেয়ার থেরাপি, প্রো ফেসিয়াল, ম্যানিকিউর ও পেডিকিউর প্যাকেজের দাম তিন হাজার ৫৫০ টাকা; আইব্রো শেপিং, হট অয়েল ম্যাসাজ, শ্যাম্পু ওয়াশ, হেয়ার স্মুদিং স্পা, ডিপ কন্ডিশনিং, অ্যাডভান্সড হেয়ার থেরাপি, স্পেশাল গ্লোয়িং ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর ও ফুট হোয়াইটেনিং পলিশ প্যাকেজের দাম পড়বে চার হাজার ৫৫০ টাকা। এসব সেবার সঙ্গে যে কোনো হেয়ারকাট করাতে চাইলে খরচ পড়বে পাঁচ হাজার ৫৫০ টাকা।
চুলের যত্নে ৫০ শতাংশ ছাড়
পুরান ঢাকার ওয়ারীতে পারসোনাল মেকওভারের এই পার্লারে কেরাটিন ট্রিটমেন্ট, হেয়ার কালার, হেয়ারকাট ও হেয়ার ওয়াশে ৫০ শতাংশ ছাড়ে আট হাজার টাকা; ডিপ সাইন পার্মানেন্ট ট্রিটমেন্ট, হেয়ার কালার, হেয়ারকাট ও ওয়াশ ৯ হাজার টাকা; বটক্স ট্রিটমেন্ট, হেয়ার কালার ও কাট, ড্যামেজ রিপেয়ার ১২ হাজার টাকা, পার্মানেন্ট শেপ ট্রিটমেন্ট, কালার, কাট ও ওয়াশ ৯ হাজার টাকা; ট্রিমিং ৬০০ টাকা, যে কোনো চুলের কাট ৫০০ টাকা। হাইড্রাফেসিয়াল ও লিড মাস্ক দুই থেকে চার হাজার টাকা, পার্টি মেকওভার ৯৯৯ টাকা, গোল্ড ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা।
ঈদ উপলক্ষে লামীম বিউটি পার্লারে বেশ কয়েকটি অফার চলমান রয়েছে। এগুলো হচ্ছে– হোয়াইটেনিং ফেসিয়ালের সঙ্গে পেডিকিউর, মেনিকিউর ও হেয়ার ট্রিটমেন্টে একত্রে ৯০০ টাকা কমে এখন মাত্র দুই হাজার ৪৯৯ টাকায়। বডি ফেসিয়াল শুধু ৮০০ টাকায় করা হচ্ছে।

ঈদের কেনাকাটা প্রায় শেষ। খুশির ঈদ আসতে বাকি আর মাত্র দুদিন। ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিউটি পার্লারগুলোয় ব্যস্ততা বেড়েছে। তীব্র রোদ আর ধুলাবালি উপেক্ষা করে এক মার্কেট থেকে আরেক মার্কেটে ছুটছেন নারী-পুরুষসহ সব বয়সি ক্রেতা। রোদে পুড়ে যাওয়া ত্বকে সৌন্দর্য ফিরিয়ে আনতে ২০ রোজার পর থেকেই কিশোরী-তরুণীরা ভিড় করছেন পার্লারে। প্রতিটি এলাকার অলিগলিতে গড়ে ওঠা পার্লারসহ নামিদামি সব পার্লারেই পড়েছে ‘রূপচর্চা’র হিড়িক। ফেসিয়াল, চুলের ছাঁট আর নখে নকশা কিংবা মেহেদির রঙে হাত দুটো রাঙিয়ে নেওয়ার তাড়া দেখা গেছে রাজধানীর বিউটি পার্লারগুলোতে। তরুণীদের চাহিদা পূরণে ব্যস্ত সময় পার করেছেন বিউটিশিয়ান ও পার্লার কর্মীরা। বিভিন্ন এলাকার সাধারণ বিউটি পার্লারগুলোতেও দেখা গেছে বাড়তি ভিড়। ঈদের মাহেন্দ্রক্ষণে ফ্যাশনপ্রিয় তরুণীদের পাশাপাশি তরুণরাও ছুটছেন জেন্টস পার্লারগুলোতে। সেবা গ্রহীতাদের সুবিধার্থে এখন প্রতিদিন সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকছে সব পার্লার।
গত বৃহস্পতিবার রাজধানীর বিউটি পার্লার আর সেলুনগুলোতে সব বয়সি নারী-পুরুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। নারীরা হেয়ার কাট, ভ্রু প্ল্যাক, ফেসিয়াল এবং মেহেদি লাগাতে পার্লারে ছুটছেন। পিছিয়ে নেই পুরুষরাও। ত্বক সচেতন পুরুষ ফেসিয়াল, পছন্দমত চুল ও দাড়ি কাটা, কালার করা সবই করছেন পার্লারে। আর এসব সেবা নিতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ। কারণ ঈদের এই সময়টাতে তালিকা অনুযায়ী দাম নিচ্ছেন না পার্লার বা সেলুনকর্মীরা। অনেকে আবার খুশি হয়েই তাদের বাড়তি মজুরি দিচ্ছেন। নামি-দামি সেলুন আর পার্লারগুলোতে এসব কাজের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। হাত-পায়ের যত্নে মেনিকিউর-পেডিকিউর, বডি ম্যাসাজ, বিভিন্ন ধরনের ফেসিয়াল, দাড়ির বিভিন্ন কাটের পাশাপাশি অনেকেই আবার চুল কালারও করছেন। সিরিয়াল পেতে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্তও অপেক্ষা করতে হচ্ছে। চাঁদ রাত পর্যন্ত পার্লার আর সেলুনগুলোতে দেখা যাবে এমন ব্যস্ততা। রাজধানীর জেন্টস পার্লার পারসোনা এডামস, হেয়ারোবিকস গ্রুমিং পার্লার, হাবিব আলভিরাজ বিউটি কেয়ারসহ ছোট-বড় পার্লারে হেয়ার কাট, শেভ এবং ফেসিয়ালসহ নানা পরিচর্যায় ব্যস্ত থাকতে দেখা গেছে ছেলেদের। পারসোনা এডামসে চুল কাটিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম রেজা খান। তিনি বলেন, চুল-দাড়ি কাটার পাশাপাশি হারবাল ফেসিয়ালও করিয়েছেন।
ঈদের আগে বিউটি পার্লার ও সেলুনে বিভিন্ন ধরনের ফেসিয়াল করানো হয়। তবে কেবল নামে আকৃষ্ট হয়ে যে কোনো একটি ফেসিয়াল বেছে নিলেই যে আপনি সেরা ফল পাবেন, তা কিন্তু নয়। বরং ত্বকের ধরন ও প্রয়োজন বুঝে সঠিক ফেসিয়াল বেছে নেওয়া জরুরি। ত্বকের ধরন বুঝে ফেসিয়াল করতে হবে। ত্বক শুষ্ক প্রকৃতির হলে আপনাকে অবশ্যই এমন ফেসিয়াল বেছে নিতে হবে, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখবে। তেমনি তৈলাক্ত ত্বকের জন্য এমন ফেসিয়াল করাতে হবে যা ত্বকের তৈলাক্ততা নিয়ন্ত্রণে রাখবে। মিশ্র ত্বকে আবার যে কোনো ধরনের ফেসিয়ালই কার্যকর। এ তো গেল ত্বকের ধরনের ব্যাপার-স্যাপার। কিন্তু কারো কারো ত্বকে কিছু সমস্যাও থাকতে পারে। কারো থাকতে পারে ব্রণ, কারোবা মেছতা। ত্বকের সমস্যার ওপরেও নির্ভর করে প্রয়োজনীয় ফেসিয়ালের ধরনÑ এমনটাই জানালেন রেড বিউটি স্যালুনের রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন।
ধানমন্ডি এলাকার পার্লারে আসা ফারিয়ান ইসলাম বলেন, এবার ঈদে চুলের সাজে ভিন্নতা আনতে হেয়ার রিবন্ডিং করছেন তিনি। এ ক্ষেত্রে খরচ পড়ছে পাঁচ হাজার টাকা। ঈদে আলাদা ‘লুক’-এর জন্যই চুলের স্টাইলে পরিবর্তন আনছি। সেই সঙ্গে ফেসিয়াল, হোয়াট হারবাল, পেডিকিউর ও মেনিকিউর করাবেন বলে জানান ফারিয়ান।
রূপ বিশেষজ্ঞরা বলছেন, বিউটি পার্লার বা সেলুনগুলোতে প্রায় একই ধরনের ফেসিয়ালের আলাদা আলাদা নাম দেওয়া হয়। উপকরণের কিছু তারতম্য অবশ্যই থাকে। তাই সেবা নেওয়ার আগে নিশ্চিত হতে কোন উপকরণ বা পদ্ধতিটি আপনার ত্বকের জন্য ভালো হবে। ঈদের আগে অন্তত দুইবার ফেসিয়াল করালে ভালো ফল পাওয়া যায়। ঈদের সময়ে ত্বক হয়ে উঠবে সতেজ এবং প্রাণবন্ত। ফেসিয়াল ত্বকের মৃত কোষ দূর করে, বন্ধ লোমকূপ খুলবে, ত্বকের রক্তসঞ্চালন বাড়বে।
লুসেরো বাই ইশরাত-এর স্বত্বাধিকারী ইশরাতুল শোভা জানালেন, সব ধরনের ত্বকের জন্যই হারবাল ফেসিয়াল ভালো। বয়স ১৮ পেরিয়েছে, এমন যে কেউই এই ফেসিয়াল করাতে পারেন, যদি ত্বকে কোনো রাসায়নিক উপাদান প্রয়োগ করে না থাকেন। বিভিন্ন রকম উপকরণ যোগ করে হারবাল ফেসিয়ালের ধরনে আনা হয় বৈচিত্র্য। শসা ব্যবহার করে যে ফেসিয়াল করা হয়, সেটি কিউকাম্বার ফেসিয়াল, যেটা তৈলাক্ত ত্বকের জন্য দারুণ উপকারী। এতে ত্বক ঠাণ্ডাও হয়। চৈত্রের আবহাওয়ায় আরাম ত্বকের জন্য আরামদায়ক এটি। শুষ্ক ত্বকের জন্য মিল্ক ফেসিয়াল উপকারী। এই ফেসিয়াল ত্বকে আর্দ্রতা জোগায়। ত্বককে করে তোলে কোমল ও মসৃণ। ফ্রুট ফেসিয়াল সংবেদনশীল এবং ব্রণযুক্ত ত্বকের যত্নে বেশি উপকারী। ডিপ ক্লিনজিং ফেসিয়াল ত্বককে গভীর থেকে পরিষ্কার করে বলে এই ফেসিয়াল তৈলাক্ত ত্বকের জন্য বেশ উপকারী। যাদের ত্বকে ব্রণ বেশি হয়, তারাও এই ফেসিয়াল করাতে পারেন। এতে ব্রণ ওঠা বন্ধ হবে। যাদের ত্বকে অন্য কোনো সমস্যা নেই, তারা ভিটামিন সি বা অরেঞ্জ ফেসিয়াল করাতে পারেন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এছাড়া হাইড্রাফেসিয়াল করাতে পারেন সবাই। তবে শুষ্ক ত্বকের জন্য এটি বেশি উপকারী। কারণ, এটি ত্বকের আদ্রতা ফিরিয়ে আনে। প্রযুক্তির সহায়তায় মুখের ত্বক থেকে ময়লা বের করে ফেলা হয় হাইড্রাফেসিয়ালে। আলোকরশ্মির সহায়তা নেওয়ার ফলে ব্রণের সমস্যাতেও উপকার মেলে। এ ছাড়া ত্বকের ধরন বুঝে সিরাম ব্যবহার করা হয় বলেও জানান ইশরাতুল শোভা।
বনানী, মোহাম্মদপুর ও মিরপুর— এই তিনটি ব্রাঞ্চে ত্বক ও চুল পরিচর্যায় অফার দিচ্ছে রেড বিউটি স্টুডিও অ্যান্ড স্যালন। দীপ্তিময় ত্বক ও ঝলমলে চুলের জন্য ঈদ প্যাকেজ কিনতে পারবেন সৌন্দর্যপ্রেমীরা। আইব্রো শেপিং, হট অয়েল ম্যাসাজ, শ্যাম্পু ওয়াশ, কন্ডিশনিং, ব্লো ড্রাই ও গ্লোয়িং ফেসিয়াল প্যাকেজের দাম দুই হাজার ৬৫০ টাকা; আইব্রো শেপিং, হট অয়েল ম্যাসাজ, হেয়ার ফল ট্রিটমেন্ট, শ্যাম্পু ওয়াশ, ডিপ কন্ডিশনিং, হেয়ার থেরাপি, প্রো ফেসিয়াল, ম্যানিকিউর ও পেডিকিউর প্যাকেজের দাম তিন হাজার ৫৫০ টাকা; আইব্রো শেপিং, হট অয়েল ম্যাসাজ, শ্যাম্পু ওয়াশ, হেয়ার স্মুদিং স্পা, ডিপ কন্ডিশনিং, অ্যাডভান্সড হেয়ার থেরাপি, স্পেশাল গ্লোয়িং ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর ও ফুট হোয়াইটেনিং পলিশ প্যাকেজের দাম পড়বে চার হাজার ৫৫০ টাকা। এসব সেবার সঙ্গে যে কোনো হেয়ারকাট করাতে চাইলে খরচ পড়বে পাঁচ হাজার ৫৫০ টাকা।
চুলের যত্নে ৫০ শতাংশ ছাড়
পুরান ঢাকার ওয়ারীতে পারসোনাল মেকওভারের এই পার্লারে কেরাটিন ট্রিটমেন্ট, হেয়ার কালার, হেয়ারকাট ও হেয়ার ওয়াশে ৫০ শতাংশ ছাড়ে আট হাজার টাকা; ডিপ সাইন পার্মানেন্ট ট্রিটমেন্ট, হেয়ার কালার, হেয়ারকাট ও ওয়াশ ৯ হাজার টাকা; বটক্স ট্রিটমেন্ট, হেয়ার কালার ও কাট, ড্যামেজ রিপেয়ার ১২ হাজার টাকা, পার্মানেন্ট শেপ ট্রিটমেন্ট, কালার, কাট ও ওয়াশ ৯ হাজার টাকা; ট্রিমিং ৬০০ টাকা, যে কোনো চুলের কাট ৫০০ টাকা। হাইড্রাফেসিয়াল ও লিড মাস্ক দুই থেকে চার হাজার টাকা, পার্টি মেকওভার ৯৯৯ টাকা, গোল্ড ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা।
ঈদ উপলক্ষে লামীম বিউটি পার্লারে বেশ কয়েকটি অফার চলমান রয়েছে। এগুলো হচ্ছে– হোয়াইটেনিং ফেসিয়ালের সঙ্গে পেডিকিউর, মেনিকিউর ও হেয়ার ট্রিটমেন্টে একত্রে ৯০০ টাকা কমে এখন মাত্র দুই হাজার ৪৯৯ টাকায়। বডি ফেসিয়াল শুধু ৮০০ টাকায় করা হচ্ছে।

রাজধানীর হাজারীবাগ বউবাজার এলাকায় যাত্রী সেজে এক ব্যাটারিচালিত রিকশাচালককে ছুরিকাঘাত করে তার রিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে ১০৫ ভরি সোনা ও নগদ প্রায় ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় মূলহোতা বিল্লাল হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
৬ ঘণ্টা আগে
রাজধানীর মোহাম্মদপুরে বাসে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে পোশাক নিয়ে কটূক্তি ও হেনস্তার অভিযোগে বাসের হেলপার ও চালকের সহকারী নাজিম উদ্দিন (৪৫)কে গ্রেপ্তার করেছে র্যাব।
৮ ঘণ্টা আগে
শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ ভ্যান অংশ নেয়। রাস্তার মোড়ে মোড়ে উৎসুক জনতা ভিড় করেন এবং তারা হাত নেড়ে ও স্লোগান দিয়ে শোভাযাত্রাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ঢাকা-১৩ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের কর্মী সমর্থক ও তরুণদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
১০ ঘণ্টা আগে