রাজধানীতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারী শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ২৩
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০: ১৩

রাজধানীর হাজারীবাগে সিনথিয়া আক্তার (২২) নামে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ওয়া এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তিনি ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

সোমবার ভোরে হাজারীবাগ ঝাউচর আমরা টাওয়ার এর বাসায় এ ঘটনাটি ঘটে। স্বজনরা তাকে উদ্ধার করে সকাল ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের স্বজনদের অভিযোগ,স্বামী ইব্রাহিমের চৌধুরী তরুনীকে হত্যা করেছে।

নিহতের বড় বোন রুবিনা আক্তার বলেন, সিনথিয়ার স্বামী নেশা করতো পছন্দ করত না বিভিন্ন সময় সিন্থিয়াকে মারধোর করতো এর আগেও তাকে গলায় ফাঁস লাগিয়ে মারধর করেছিল। সকালে তার শ্বশুরবাড়ি থেকে ফোন দিয়ে বলে সিনথিয়া গলায় ফাঁস লাগিয়েছে পরে সকালে তাকে তার স্বামী সহ শাশুড়ি সহ সকাল ছয়টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতার বোন অভিযোগ করে বলেন সিনথিয়া গলায় ফাঁস দিয়ে মারা যায়নি তার স্বামী তাকে হত্যা করে গলায় ফাঁস লাগানোর কথা বলেছে।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ডালিম কুমার মজুমদার বলেন, প্রাথমিকভাবে গলায় ফাঁস লাগিয়া আত্মহত্যা মনে হলেও তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। নিহত সিনথিয়া নেত্রকোনার দুর্গাপুর থানার শিরোবিরো গ্রামের নুরুল ইসলামের মেয়ে। হাজারীবাগের ঝাউচারবাজার আমরা টাওয়ারে পরিবারের সঙ্গে থাকতেন সিনথিয়া।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত