একের পর এক ককটেল বিস্ফোরণে আতঙ্কে ঢাবি শিক্ষার্থীরা

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০০: ৩৯
আপডেট : ২৫ জুন ২০২৫, ১০: ০৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একের পর এক রহস্যজনক ককটেল বিস্ফোরণে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। সর্বশেষ মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটের দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়, যা আশপাশের সবাইকে আতঙ্কিত করে তোলে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি কে বা কারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, "বিস্ফোরণটি ককটেল বা বড় ধরনের পটকাও হতে পারে। নিরাপত্তার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।"

তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পাশাপাশি শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে।

এর আগে, গত ১৬ জুন ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি অংশ বঙ্গবন্ধু হল সংলগ্ন পরিবাগ এলাকায় ঝটিকা মিছিল করে। মিছিল শেষে কাঁটাবন রোড এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া কাজী মোতাহার হোসেন ভবনের সামনে ও মেডিকেল সেন্টার সংলগ্ন এলাকায় অবিস্ফোরিত অবস্থায় মোট ১৩টি ককটেল পাওয়া যায়। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

প্রক্টর সাইফুদ্দিন আহমদ জানান, “যেসব স্থানে ককটেল থাকার খবর পেয়েছি, সেগুলো দ্রুত আইনি ব্যবস্থার আওতায় আনা হয়েছে। হাইকোর্ট এলাকাতেও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।”

ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করেছে। তবে এই ধারাবাহিক বিস্ফোরণ কাদের ইশারায় এবং কী উদ্দেশ্যে ঘটেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষার্থী ও সচেতন মহলে।

শিক্ষার্থীদের মতে, ডাকসু নির্বাচন, রাজনৈতিক পুনর্গঠন বা অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই বিস্ফোরণগুলো ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি থেকে বিরত থাকতে অনুরোধ করেছে। তদন্তে কারা দায়ী, সেটি উদঘাটনের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন প্রশাসন সংশ্লিষ্টরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত